এ উপলক্ষে ২৯ মার্চ বুধবার মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২-২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার আওতায় উপজেলার চার ইউনিয়ন হতে আগত কৃষকদের মাঝে উক্ত সার ও বীজ বিতরন অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বার।
আলোচনানুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন বর্তমান কৃষি বান্ধব সরকারের সময়োউপযোগি সঠিক সিদ্ধান্ত ও যথাসময়ে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ এলাকার খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কৃষকদের বিশেষ উৎসাহিত করেছে। এ সময় উপস্থিত উপজেলা এলাকা হতে আগত ১২০০ কৃষকের প্রত্যেক কৃষকে-২০ কেজী সার ও ৫ কেজি করে ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত