লামার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের মোঃ ওয়াহেদ (১২) নামে এক শিশুর লাশ আজ রবিবার (২৬ মার্চ) দুপুর ২টা ১০মিনিটে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকাস্থ মাতামুহুরী নদীতে পাওয়া গেছে। নদীতে ভেসে যাওয়ার সময় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। শিশুটি বমু বিলছড়ি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ০২ দিন যাবৎ ছেলেটি নিখোঁজ ছিল। কিভাবে শিশুটির লাশ আলীকদম উপজেলার কানামাঝি ঘাট এলাকায় গেল তা জানেনা পরিবার।
রবিবার দুপুরে আলীকদম উপজেলার শিবাতলি পাড়া নামক এলাকার মাতামুহুরি নদীর পানিতে শিশুর লাশ ভেসে আসতে দেখে স্থানীয় জনসাধারণ। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে প্রশাসনকে অবহিত করে এবং লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
বমু বিলছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল কাদের শিশু মোঃ ওয়াহেদ এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে এলাকায় ধূম্রজাল তৈরি হয়েছে। নিখোঁজের ২ দিন পরে আলীকদম উপজেলা হতে শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি গভীর তদন্তের প্রয়োজন আছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত