২৬মার্চ (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে।
উক্ত দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাব, মহালছড়ি থানা, মহালছড়ি উপজেলা বিএনপি, মহালছড়ি উপজেলায় জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন, সরকারি দপ্তর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ।
অপরদিকে, মহালছড়ি আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
উক্ত আয়োজনে রমযানের দিন মাথায় রেখেই সংক্ষেপে সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।
আজ সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনায়, চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত