প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৩, ৬:৫২ পি.এম
মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত
রবিবার (২৬ শে মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবসে উপজেলা পরিষদের সামনে নির্মিত আগুনের পরশমণি বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা'সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী-কুতুদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
অন্যান্যের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন করেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এএফএম শামীম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডাঃ নুরুল আমিন, সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, মাস্টার লিয়াকত আলী’সহ আলোচনা সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত