সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে (২৫ মার্চ শনিবার) নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন মোট ১৫ টি হেফজ্ ও এতিমখানা গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল-১,০১৯ কেজি,ডাল-১০১ কেজি,তৈল-১০১ লিটার, চিনি-১০১ কেজি, খেজুর-১০১.৩ কেজি,ছোলা-১০১.৩ কেজি, মুড়ি-১০১.৩ কেজি।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা বলেন
অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত