প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা, বর্জ্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরে ৭শত তালগাছ বীজ বোপন করেছেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মোঃ নুরুল ইসলাম ওরফে নুরুল স্যার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা কালীবাড়ি মোড় থেকে শুরু করে স্লুইচগেট হয়ে এসি রোড়ের দুই পাশে বায়তুলআমান চৌরাস্তার মোড় পর্যন্ত তিনি ৭শত তালবীজ বোপন করেন। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে তিনি ফরিদপুরের বিভিন্ন সড়ক ও রেল লাইনের দুই পাশে ১হাজার ১শতটি তাল বীজ বোপন করেন। এ বিষয়ে স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা,বর্জ্রপাতে মৃত্যু রোধ, ক্ষয় ক্ষতি কমাতে ও সৌন্দর্য বৃদ্ধি করতে ফরিদপুরে তিনি এবার ৭ শত তালবীজ বোপন করলেন। তিনি জানান গত বছর ফরিদপুর শহরের বিভিন্ন সড়কের পাশে তিনি ১ হাজার ১শতটি তালগাছ বীজ বোপন করেছেন। তিনি জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ফরিদপুরের ঐতিহ্য ধরে রাখতে রোড় ডিভাইডারে গত দুই মাস আগে ২হাজার খেজুরের বীজ বোপন করেন। শহরে রোপন করেছেন ২০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ। ফরিদপুর শহরের লালের মোড় এলাকার বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুর রহমানের পুত্র মোঃ নুরুল ইসলাম ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।নূরুল ইসলাম জানান, অনেক দিনের স্বপ্ন সমাজের জন্য কিছু করা। প্রতিমাসে অন্তত একটি ভালো কাজ নিজের অর্থায়নে আমি করতে চাই। এ লক্ষ্যেই নিয়ে দুই বছর ধরে প্রতি মাসে একটি করে ভালো কাজ করে যাচ্ছি। এর আগে তিনি করোনা কালীন সময় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে চাল,ডাল,তেলসহ খাদ্য সামগ্রী বিতরন,নদীর তীরে সচেতনতামুল বিলবোর্ড স্থাপন, দরিদ্রদের কে চাইনিজ হোটেলে নিয়ে খাওয়ানো, রিক্সা,ভ্যান ও অটো চালকদের মধ্যে সকালের নাস্তা বিতরণ, ঈদ ও বিভিন্ন উৎসবে দুঃস্তদের মাঝে সেমাই, চিনি ও গুড়া দুধ ও খাদ্য বিতরন , বৃদ্ধা/বৃদ্ধাদের ঈদের যাবতীয় খরচ বহন,দরিদ্র শিক্ষাথীদের মধ্যে বই,খাতা ও শিক্ষা সামগ্রী বিতরনসহ সমাজে বিভিন্ন ভালো কাজ করে আসছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত