২২ শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে মাগুরার রাঘবদাড় পুলিশ ফাঁড়ির এএসআই শামীম ও এএসআই ইসমাইল এর নেতৃত্বে অভিযান চালিয়ে হাট মালঞ্চি গ্রামের মনিরুলের বাড়ি থেকে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানটি তদারকি করেন রাঘবদাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিলন, তিনি জানান "আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করি এবং ১৮২ বোতল ফেনসিডিল মনিরুলের বাড়ির টিউবয়েলের নিচে পুঁতে রাখা ছিল, সেগুলো উদ্ধার করি।" তিনি আরো জানান অভিযুক্ত আসামি মনিরুল ও তার স্ত্রী ফাতেমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের আগে বিষয়টি আঁচ করতে পেরে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে এএসআই মিলন বলেন আসামি গ্রেফতারের ব্যাপারে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত