২৫ মার্চের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির জোর দাবী জানিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্টিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহি উদ্দীন আহমদের উপস্থাপনা এবং সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মো. ফরিদুল আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাতে অপারেশন চার্জলাইট নামে পাক বাহিনী ও তাদের দোসরা নৃশংসতা চালিয়ে এদেশের শান্তিপ্রিয় মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। এই নৃশংসতা, বর্বরতা স্বত্বেও বাঙ্গালিরা পিছু হটেনি। লক্ষ শহীদের আত্মার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছি। তাই গণহত্যা দিবসের আর্ন্তজাতিক স্বীকৃতি প্রয়োজন। পৃথিবীতে এর চেয়েও কম গুরুত্বপূর্ণ ঘটনা আর্ন্তজাতিক স্বীকৃতি মিললেও ২৫ মার্চের নৃশংসতা এখনো আর্ন্তজাতিক স্বীকৃতি না পাওয়া দুঃখজনক।
এম/এস