রাত পোহালেই শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজান মাসে দ্রব্রমূল্য সহনীয় রাখতে বাজার মানিটরিংয়ে নেমেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে বাজার মানিটরিং করা হয়।
সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো: সালেহ'র নেতৃত্বে অভিযানে মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জয়নাল আবেদীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিং কালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মুল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকী করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপারের নির্দেশে মাটিরাঙ্গা থানা পুলিশ রমজানজুড়ে বাজার মনিটরিং করবে জানিয়ে মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, দ্রব্যমুল্য নিয়ে কোন কারসাজি সহ্য করা হবেনা।
সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো: সালেহ বলেন, দ্রব্রমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান জুড়ে বাজার মানিটরিং অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দাম রাখার অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত