খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় আগুনে ৭টি চা ও মুদি দোকানীর মালামাল পুড়ে ছাই। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক প্রায় ৮ লাখ টাকা।
ব্যবসায়ী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১.৩০টার দিকে উপজেলার জামতলা এলাকায় আগুনে ৭টি মুদি ও চা দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান দেখে অনেকে ছুটে এলেও কোন দোকানের মালামাল বের করার সুযোগ হয়নি কারও। ফলে অনায়াসে মুদি ও চা দোকানীর সব পুড়ে নিঃস্ব হয়! গতকাল বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা আগুনে পুড়া দোকান ভিটে চা, আলু ও বিভিন্ন মালামাল খুঁজছে।
এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুদি দোকানী মো. বাতেন জানান, আমি আগে জীপ গাড়ী চালাতাম। ৭/৮ মাস আগে সব ছেড়ে বড়সড় আকারে সাড়ে ৩ লাখ টাকা পুঁজি দিয়ে মুদি দোকান চালু করি। রাতে যথারীতি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আগুনের লেলিহান ও মানুষের আত্মচিৎকারে এসে দেখি সব ধূসর ছাই! আরেক ক্ষতিগ্রস্ত মালিক মো. মিলন জানান, আমার ভাড়াটিয়া দোকানী ও আবদুর রহিমের সব মালামাল পুড়ে গেছে।
তবে ক্ষতিগ্রস্ত সকলের আশংকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাশ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, গভীর রাতে আগুন লাগায় এবং আশেপাশে পানি না থাকায় মূহুর্তে আগুনের লেলিহানে ৭টি দোকান পুড়ে নিঃস্ব হয়েছে ব্যবসায়ীরা। এতে কমপক্ষে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত