রাঙ্গামাটির লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২১ মার্চ) বেলা ১২ টায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এর সঞ্চালনায় এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান (অ.দা.)
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাহাদাত ফরাজি সাকিব।
এসময় আরো উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুনর রশিদ, বায়তুশ শরফ মাদ্রাসার সুপার ফোরকান আহমেদ লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান প্রমুখ।
এতে উদ্ধোধনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, বিদায়ীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে দশম শ্রেণির শিক্ষার্থী তামান্না হাসান রিয়া, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখে ইসরাত জাহান নিশি ও উম্মে হাবিবা,বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেউজমা উলফাত নাজিয়া ও আফরিন জামান,
অনুষ্ঠানে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী পারভীন আক্তার ২০২২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় নওগাঁ সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়ায় তাকে বিদ্যালয় কতৃপক্ষ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মিলে তার ভর্তির অর্থ প্রদান করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে বিদায়ীদের জন্য দোয়া মুনাজাত এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত