ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হককে (ভোলা মাস্টার) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
২১ সেপ্টেম্বর (সোমবার) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে পরিষদের ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও উপ-নির্বাচন হবে। সম্প্রতি জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা মৃত্যুবরণ করেন। ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক মোল্লা ২০১৯ সালের জানুয়ারিতে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় এবং ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য এএইচএম সায়েদীদ গামাল লিপু সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চারজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছিলেন। তারা হলেন, শামসুল হক ভোলা মাস্টার, ঝর্না হাসান, আনজুমান আরা বেগম এবং মো. গোলাম কবীর মিয়া। ভোলা মাস্টারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ভোলা মাস্টার দলীয় মনোনয়ন পাওয়ায় দলের নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস দেখা গেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত