• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা পরিষদের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন ভোলা মাস্টার

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: / ৭৪২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হককে (ভোলা মাস্টার) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

২১ সেপ্টেম্বর (সোমবার) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে পরিষদের ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও উপ-নির্বাচন হবে। সম্প্রতি জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা মৃত্যুবরণ করেন। ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক মোল্লা ২০১৯ সালের জানুয়ারিতে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় এবং ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য এএইচএম সায়েদীদ গামাল লিপু সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চারজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছিলেন। তারা হলেন, শামসুল হক ভোলা মাস্টার, ঝর্না হাসান, আনজুমান আরা বেগম এবং মো. গোলাম কবীর মিয়া। ভোলা মাস্টারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ভোলা মাস্টার দলীয় মনোনয়ন পাওয়ায় দলের নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ