প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য চতুর্থ পর্যায়ে নতুন করে ৮০ টি পাকা ঘর তৈরি করা হয়েছে। এরইমধ্যে নতুন ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন। ২০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান বাঘাইছড়িতে নতুন ৮০ টি চলমান ১০০ টি ঘর সহ এযাবৎ মোট মোট ৩৩০ টি ঘর তৈরি করে সম্পন্ন করা হয়েছে। এবং এসব ঘরের উপকার ভোগীদের মধ্যে একতৃতীয়াংশ শারিরীক প্রতিবন্ধি এবং স্বামী প্ররিত্যাক্তা অসচ্ছল পরিবার রয়েছেন । প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর পেয়ে পাহাড়ের অসহায় পরিবার গুলো বেজায় খুশি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত