বান্দরবানের রুমা উপজেলায় রুমা বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে বগালেক সড়কের ১৭ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এসেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। আহতদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় রুমা বাজার থেকে স্থানীয় লোকজনদেরকে নিয়ে একটি ট্রাক বগালেক এলাকায় যাওয়ার সময় পাহাড় ঢালু সড়কে অপরদিক থেকে নিয়ন্ত্রণ হারানো অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক দুটি গভীর কাঁধে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়। খবর পেয়ে বগালেক ক্যাম্পের সেনাবাহিনী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন আহতদের মধ্যে ৬ জনকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত