গত ১৭ মার্চ ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় একদল সঙ্ঘবদ্ধ ও দুর্ধর্ষ চোর, মাগুরায় সোনাপটিতে অবস্থিত বৈদ্যনাথ জুয়েলারির আনুমানিক ৪০০ ভরি রুপা ও ৭০ ভরি সোনা চুরি করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জব্বারুল ইসলাম ও মাগুরা পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ হোসেন আলীর নেতৃত্বে একটি টিম সড়াশী অভিযান শুরু করে, এবং ২৪ ঘন্টার মধ্যে নড়াইল জেলার লোহাগাড়া থানা ও বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে ছয় জন সক্রিয় চোর চক্রের সদস্যকে আংশিক চুরি যাওয়া মালসহ গ্রেফতার করে । উদ্ধারকৃত মালের মধ্যে রয়েছে ২২ ভরি দশনা সোনা ২৯০ ভরি রুপা ও ৩৪ পিস ব্রঞ্জের বিভিন্ন সাইজের চুড়ি । গ্রেপ্তারকৃত হলেন নড়াইল জেলার বৈরকন্ঠপুর গ্রামের আবুল হোসেন, বাগেরহাট জেলার মিন্টু শেখ, মোস্তাফিজুর, ইয়াসিন এবং গোপালগঞ্জ জেলার মেহেদী হাসান । অন্যদিকে চুরির ঘটনার মাস্টারমাইন্ড মাগুরার পুলিশ লাইন পাড়ার মিরাজুল ইসলাম আগে থেকেই জেলখানায় বন্দি রয়েছেন বলে জানা যায় ।
উল্লেখ্য মাগুরার বৈদ্যনাথ জুয়েলারির মালিক বিমল বিশ্বাস স্থানীয়ভাবে ব্লাক বিমল নামে পরিচিত। ৯০ দশকে তিনি ঝাকায় ভোজ্য তেল নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে বেড়াতেন । কিন্তু পরবর্তীতে ব্লাক মার্কেটে বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে পড়েন, আর এতেই তার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়।
চুরি সংক্রান্ত ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ৩১ তারিখ ১৯/০৩/২৩ ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত