প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৩, ৪:২১ পি.এম
খাগড়াছড়িতে মাদক কারবারির ছুরিকাঘাতে ২ ডিবি পুলিশ আহত
খাগড়াছড়ি সদরের গুগড়াছড়িতে অভিযানে গিয়ে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে গুগড়াছড়ি বাজারে মাদক বিরোধী অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির উপ-পরিদর্শক নিক্সন চৌধুরী ও কনস্টেবল নাজমুল হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুগড়াছড়ি বাজারে অভিযানে যায় জেলা ডিবির একটি দল। এ সময় গাঁজা বিক্রির প্রস্তুতিকালে ৫ মাদক কারবারি অবস্থান করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছুরিকাঘাতে এক এসআই ও এক কনস্টেবল আহত হয়। এ সময় একজনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, মাদক বিরোধী অভিযানে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত