রাঙ্গামাটির বাঘাইছড়িতে মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে প্রথম বারের মতো নারী ও পুরুষ এক জামায়াতে নামাজ আদায় করেছেন।
গতকাল ১৬ মার্চ একযোগে সারা দেশের ৫০ টি মসজিদের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৭ মার্চ শুক্রবার মসজিদের প্রথম জুমার দিনে প্রায় ১৫০০ মুসুল্লি নামাজে অংশ গ্রহন করেন। শুক্রবার আযানের পরপরই উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসল্লীরা মসজিদে ছুটে আসেন। মসজিদে নামাজ আদায় করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন এর সহধর্মিণী সহ স্থানীয় শতাধিক নারী মুসল্লীও। নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বহুদিনের ইচ্ছে ছিলো মসজিদে জামায়াতে নামাজ আদায় করার আজ তা পূর্ণ হলো। পরে সকল মুসুল্লিদের নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্য মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। মোনাজাত শেষে সকল মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত