"স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন" এই প্রতিপাদ্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহ সভাপতি আলী হোসেন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি দানবীর চাকমা, খায়ের আহাম্মদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ অঙ্গ ও সসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা যে সকল উদ্যোগ গ্রহণ করছেন এবং বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে মাথা উচু করে বাংলাদেশ দাড়িয়েছে তা বিভিন্ন রাষ্ট্রের কাছে এখনোর স্বপ্নের। একই সাথে দেশের মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, সীমান্ত সড়ক সহ বড় প্রকল্পের সাহসিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও নির্দেশনা দেন।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দঘণ মুহুর্তে জন্মদিন পালন করা হয়।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের নেতাকর্মীগণ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত