খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের (বীর উত্তম) বিদ্যানিকেতন এবং অন্তুপাড়া জুনিয়র হাই স্কুলে রামগড় জোন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৭ই মার্চ শুক্রবার সকাল ১১ঘটিকায় লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, জোন কমান্ডার, রামগড় জোন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০৯ জন প্রতিযোগীর মাঝে পুরষ্কার বিতরণ করেন। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান,পিএসসি বলেন প্রাচীন বাঙালী সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অবদান, দিক-নির্দেশনা, মতাদর্শ এবং স্বাধীন সার্বভৌমত্ত্ব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদান স্মৃতিচারণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা রাখতে বর্তমান প্রজন্মকে ওয়াকিবহাল থাকতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন,৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ,স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত