চট্রগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) খাগড়াছড়িগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে দূর্ঘটনায় পড়ে। এসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে প্রায় ৩ ঘন্টা যান চলাচলা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম-খাগড়াছড়িগামী যাত্রীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সারে ৪টার দিকে খাগড়াছড়িগামী বিআরটিসির বাসটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫৪৭৯২) মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে পাহাড়ের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়। এসময় মারাক্তক হতাহতের কোন ঘটনায় না ঘটলেও সড়কটিতে প্রায় ৩ঘন্টা যানচলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। এসময় ভোগান্তিতে পড়ে যাত্রীগণ। বাসটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল সচল করা চেষ্টা করছে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনসাধারণ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বাস দূর্ঘনার খবরে ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে সড়কে যান চলাচল সচল করার চেষ্টা করছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত