খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি বাজারে অগ্নিকান্ডের ঘটনায় মামা টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে । অল্পের জন্য রক্ষা পেয়েছে পুরো গোমতি বাজার । জানা গেছে, ১৯ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে গোমতি বাজারের মসজিদ গেইটের সামনে মোঃ মান্নান এর মালিকানায় পরিচালিত মামা টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বাজার ব্যবসায়ী ও স্থানীয় মানুষের নিরলস প্রচেষ্টায় আগুন বাজারে ব্যপক আকারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় । কিন্তু ততক্ষণে মামা টেলিকম এর মালপত্র সব পুড়ে যায়। প্রতিষ্ঠানটির মালামাল উদ্ধার করা যায়নি। প্রজেক্টর, ল্যাপটপ, আইপিএস, ইউপিএস ও মোবাইল সামগ্রীসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল সম্পর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতা দেখার সাথে সাথে গোমতি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইলিয়াছ খবর জানান।
ফায়ার সার্ভিস সুত্র জানায়, ফায়ার সার্ভিস (অগ্নিœনির্বাপনী কেন্দ্র)খবর পেয়ে, মাটিরাঙ্গা থেকে রওনা দিয়ে হাতিয়াপাড়া পর্যন্ত গেলে আগুন নিয়ন্ত্রনের খবর পান। তারপর তারা পুনরায় ফিরে আসেন নিজেদের কার্যালয়ে। সরেজমিনে গিয়ে অগ্নেকান্ডের বিষয়ে খোঁজ-খবর নেন গোমতি অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত এসআই মোঃ মহিউদ্দিন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত