• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে কৃষি বিপণন কমিটির সভা অনুষ্ঠিত 

ডি এস মানিক, লামা প্রতিনিধি: / ৬০২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

 কৃষি বিপণন সমন্বয় কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কৃষি বিপণন কর্মকর্তা লামা।

আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে রাখতে জরুরি আলোচনা সভা করেছে লামা উপজেলা কৃষি বিপণন সমন্বয় কমিটি। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এই আলোচসনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। দেশের মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে অনেক। তাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না, শিশুখাদ্য কিনতে পারছে না। এমনকি অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না এবং ওষুধ কিনতে পারছে না সাধারণ মানুষ।

তারা আরো বলেন, সামনে পবিত্র মাহে রমজান। রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা জরুরি হয়ে পড়েছে। সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে ওএমএস, সুলভ মূল্যে চাল বিক্রি ও টিসিবি’র পণ্য বিক্রয় পরিমাণ আরো বাড়াতে সরকারের প্রতি আহ্বান করেন। প্রয়োজনে মাহে রমজান ও পবিত্র ঈদের আগেই ভর্তুকি দিয়ে বিশেষ ব্যবস্থায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অনুরোধ করেন বক্তারা। সভায় গরুর মাংসের দাম নির্ধারণ সহ প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা ঝুলাতে বলা হয়েছে। অন্যথায় অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের আওতায় আনা হবে বলে জানান ইউএনও লামা।

উপজেলা কৃষি বিপনন সমন্বয় কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি বিপনন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ করিম জনি, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক, লামা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আমান উল্লাহ সহ ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেভাবেই হোক রমজান মাসে আমাদের জিনিসপত্রের দাম যাতে আর না বাড়ে সে চেষ্টা করতে হবে। এ সময়ে বাজারে চিনি সহ কোন পণ্যের সংকট নেই। প্রশাসন দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেটা কার্যকর হচ্ছে না। এজন্য আমাদের মনিটরিং আরও বাড়াতে হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ