পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনীর ও সাধারণ শ্রমিক উপর হামলার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ইং (শনিবার), বান্দরবান রুমা উপজেলার আওতাধীন রুমা-থানছি সীমান্তবর্তী এলাকা লিক্রিতে নতুন নির্মিত সড়কে ২১ কিলোমিটার এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। এছাড়াও অদ্যাবধি পর্যন্ত আরও ৪(চার) জন শ্রমিক নিখোঁজ রয়েছে । অপরদিকে রোয়াংছড়ির পাইক্ষং-রেনিন পাড়ায় সেনাবাহিনীর একটি মেডিকেল ক্যাম্পের উপর অতর্কিত গুলি বর্ষণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।
এক যৌথ প্রতিবাদ বার্তায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ উক্ত সেনাবাহিনী ও শ্রমিকদের উপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, সেই সাথে নিখোঁজ ০৪ (চার) শ্রমিকদের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে ছাত্র পরিষদ।
এম/এস