এ এস এম হাশিম পৌর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১২ মার্চ রবিবার বেলা ১১ ঘটিকায় স্কুলের হল রুমে পুরস্কার বিতরনী সভায় স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, কাচালং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাস্টার সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
বিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালে ৩৯ জন শিক্ষার্থী নিয়ে নিয়মিত ক্লাস শুরু হয়েছে , বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে এবারই প্রথম বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু সৈয়দ মুহাম্মদ হাশিম দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানো ও যাবতীয় শিক্ষা সামগ্রী প্রদান করে সহযোগীতা করে যাচ্ছেন, বক্তারা এই বিষয়ে ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত