বান্দরবানের থানচি উপজেলা হতে লিক্রে নতুন নির্মিত সড়কের ২১ কিলোমিটার নামক এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে গুলিতে মো. জালাল (২৭) একজন গুলিবিদ্ধ ও সাথে থাকা মো. ফোরকান (২৯) নামের দুইজন শ্রমিক আহত হয়েছে। এবং অপর ট্রাকে থাকা ৪ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ(৩০) ও রুবেল ড্রাইভার(৩০) নামে দুইজন শ্রমিকের নাম পাওয়া গেলেও বাকি দুইজনের নাম এখনো জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় থানচি লিটক্রে নতুন নির্মানাধীন সড়কের ব্যবহারের জন্য শনিবার(১১/৩/২৩) সকাল থেকে দু’জন ড্রাইভারসহ ২টি ট্রাকে ৬ জন শ্রমিক নিয়ে সড়ক নির্মাণের জন্য ইট বহন করে নিয়ে গিয়েছিল। সড়কের ৪৫ কিলোমিটানের ইট পৌঁছে দেওয়ার শেষে দুপুর ১টার দিকে ট্রাক ২টি থানচির দিকে ফেরার পথে বিকাল তিনটায় থানচি হতে নতুন নির্মিত লিক্রে সড়কের ২০-২১ কিলোমিটার মাঝামাঝি “থামলক পাড়া” নামক এলাকায় পৌঁছলে দুটি ট্রাকের মধ্যে থাকা শ্রমিকদের লক্ষ্য করে দশ থেকে পনেরজন সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে মো. জালাল(৩০) এর পেটে গুলিবিদ্ধ হয় ও মো. ফোরকান নামে আর এক শ্রমিক আহত হন।
অপর ট্রাকসহ আরো অন্য চারজন শ্রমিক এখনো নিঁখোজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আহত দুইজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. মেহেনাজ ফাতেমা জানান, আহত গাড়ি চালক মো. জালালের বুকে ৬টি স্থানের গুলি লেগেছে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরো জানান, ঘটনার নিখোঁজ ৪ জন শ্রমিকের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের উপর গুলি করার ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদেরকে সন্দেহ করা হচ্ছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত