লামা পৌরসভার লামামুখ বাজার সংলগ্ন দুইটি তামাক চুল্লী আগুনে পুড়ে গেছে। বুধবার (০৮ মার্চ) রাত সাড়ে ৮টায় তামাক পুড়াতে গিয়ে অসতর্কতা বশত আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত চাষীরা জানিয়েছেন, তামাক ও চুল্লী পুড়ে তাদের প্রায় ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া তামাক চুল্লী দুইটির মালিক লামামুখ বাজারের মৃত কালা মিয়ার ছেলে তামাক চাষী মোঃ মালু (৬২) ও দরদরী বরিশাল পাড়ার বাসিন্দা মৃত শুক্কুর ফরাজির ছেলে তামাক চাষী মোঃ বাদশা মিয়ার (৫২)।
আগুন নিয়ন্ত্রণে লামা ফায়ার সার্ভিস, লামা ছাত্রলীগ, লামা রেড ক্রিসেন্ট যুব ইউনিট ও স্থানীয় লোকজন কাজ করে। ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লামা ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল ফায়ার সার্ভিস স্টেশন হতে প্রায় ৫ কিলোমিটার দূরে। খবর পাওয়া মাত্র আমরা ১৫ মিনিটের মধ্যে মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। তবে লামা-রূপসীপাড়া সড়কে ঘনঘন গতিরোধক দেয়ায় আমাদের পানি লোড গাড়ি যেতে বিলম্ব হয়েছে।
তামাক চাষী মোঃ মালু ও মোঃ বাদশা মিয়া বলেন, তামাক পুড়াতে গিয়ে অসতর্কতাবশত আগুন লেগে যায়। আমাদের প্রায় ৫ লাখ টাকার পুড়ানো ও কাঁচা তামাক পুড়ে গেছে। এছাড়া দুইটি তামাক চুল্লী পুড়ে আরো ২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত