পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সুইডেন সরকারের আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এলেক্স বার্গ ভন লিন্ডে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএও এ বিষয়ে সার্বিক সহযোগিতা করছে। আজ মঙ্গলবার সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য খাতের সুবিধাভোগীদের নিয়ে এক আলোচনা সভায় রাষ্ট্রদূত এ কথা বলেন। বান্দরবানের সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, ইউএনএফপিএর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ক্রিসচিনা ব্লকাস, ইউএনএফপিএর স্বাস্থ্য বিভাগের প্রধান ডা: ভিভাভেন্দর রঘুবংশী প্রমুখ। এছাড়া সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকর্তার উপস্থিত ছিলেন। সুইডেনের রাষ্ট্রদূত বান্দরবানের বিভিন্ন এলাকার প্রকল্প গুলো পরিদর্শন করছেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত