খাগড়াছড়ির গুইমারা উপজেলার দক্ষিণ হাফছড়ি গ্রামে পানির কূয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারে শোকের মাতম।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার ২নম্বর হাফছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি (হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন) গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ পুত্র মো. বেলাল হোসেন (৩০) ৫ মার্চ রোববার সকালে স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কূয়া খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে আত্মচিৎকার করলে লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন! এক পর্যায়ে মাটিচাপা পড়া বেলাল হোসেনকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মহি উদ্দীন মৃত্যু ঘোষণা করেন। ওই গ্রামের বয়োবৃদ্ধ ফুল মিয়ার ৭পুত্র সন্তানের মধ্যে নিহত বেলাল হোসেন সবার ছোট। তার সংসারে ১পুত্র ও ১কন্যা সন্তান রয়েছে। নিহতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ভাই মিরাজ হোসেনের কান্নায় হাসপাতাল চত্বর এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। তিনি জানান, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে যেয়েও বিশুদ্ধ পানি জুটেনা! আজ সকাল আমাদের সকলের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কূয়া কুঁড়তে(খনন) করতে গিয়ে অকালে ঝড়ে গেল! এই মৃত্যুর শোক কিভাবে মা-বাবা ও নিহতের সন্তানকে বুঝাব!
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, মাটিচাপায় নিহত মো. বেলাল হোসেন হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত