প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ৭:১০ এ.এম
মহেশখালীতে বন সংরক্ষণ গ্রামে জীবিকার উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন এমপি আশেক
শনিবার (৪ ই মার্চ) দুপুরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি এতে কালারমারছড়া ইউনিয়নের ৬০ জন ও হোয়ানক ইউনিয়নের ৩০ সুবিধাভোগী সদস্যদের মাঝে ২৫,০০০ টাকা করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপকুলীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, মাস্টার রুহুল আমিন, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী'সহ অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত