প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ২:২১ পি.এম
মহেশখালী ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ শাখা’র ৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ
বৃহস্পতিবার (২ মার্চ) ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শওকত বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এ ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলেন, আলফাজ আহমদ, মোঃ আব্দুল কাদের শাওবান। সাধারণ গ্রেডে পেয়েছেন, সামিম মুহাম্মদ, দিলশাদ জান্নাত রুভা ও ফাহমিদা সওদাগর আরিফা।
এ ব্যাপারে ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম শামসুদ্দোহা' জানান, শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। সকল শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফলে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ধারাবাহিক সাফল্যতায় সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য- ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত