সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’পঞ্চম জাতীয় ভোটার দিবস আজ বৃহস্পতিবার ২ মার্চ ২০২৩ জাতীয় ভোটার দিবসটি পালিত হয়েছে।
উক্ত ভোটার দিবসের র্যালী উপজেলা পরিষদ হতে শুরু হয়ে টাউনহলে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং তিনিই উক্ত দিবসের সভাপতিত্ব করেন।
উক্ত দিবসে সম্মানিত অতিথি হিসেবে আজ ২রা মার্চ ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ঘটিকায় উপস্থিত ছিলেন ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, খাদ্য কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেই সাথে নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, ডাটা এন্ট্রি অপারেটর সুর্নিমল চাকমা, স্ক্যানিং অপারেটর মোঃ বিপ্লব হোসাইন সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগণ অংশগ্রহণ করেন।
নির্বাচন কর্মকর্তা জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। মহালছড়ি উপজেলায় প্রায় ৫৫হাজারের নিকট ভোটার রয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত