প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলার দুর্গম দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভা.প্রা.)ডাঃ রনি কুমার দে'র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংপ্রু মারমা। প্রাণীসম্পদ সেবা সপ্তাহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ, ডিম প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণী লালন পালনে উদ্বুদ্ধকরণে এগিয়ে আসেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আর এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন। আল মদিনা ফার্মাসিউটিক্যালস ভেটেরিনারি লিমিটেডসহ বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন কোম্পানি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত