রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় রনি খান স্মৃতি সংঘ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চুড়ান্ত হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে দৌলতদিয়া ১নং ফেরিঘাট রনি চত্বরে ১২ দলের অংশগ্রহণে দৌলতদিয়া রোমান একাদশ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা মটরচালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টেটি উদ্বোধন করেন।
গত ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪ টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় দৌলতদিয়া রনি খান স্মৃতি সংঘ বেপারী পাড়া ফ্রেন্ডস ক্লাবকে ২-০ সেটে এবং ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারণ্য স্পোর্টিং ক্লাব ২-০ সেটে সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় তারণ্য স্পোর্টিং ক্লাবের আহনাফ আবিদ সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা সম্পর্কে আয়োজন কমিটির আহবায়ক এবং সদস্য সচিব মো. শাওন মন্ডল ও মো. মাসুদ রানা বলেন, তরুণদের মোবাইল গেইম, ইন্টারনেট ব্যাবহারে আসক্তি, মাদক থেকে দূরে রাখতে এবং প্রতিদিন বিকেলে মাঠে খেলাধুলা রাখতেই এ ধরণের টুর্নামেন্টের আয়োজন। আশা করছি টুর্নামেন্টের সফল আয়োজন শেষে সকল খেলোয়াড় নিয়মিত মাঠে আসবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত