প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৯:০২ এ.এম
হাতিয়ায় নবপাঠদান ও নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
মঙ্গলবার দুপুর ১২টায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার আয়োজনে,অধ্যক্ষ মাওলা শামছুল হুদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,চরকৈলাশ হাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ কেফায়েত উল্যাহ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরমেয়র কে.এম ওবায়েদ উল্যাহ বিপ্লব, মাদ্রাসার ছাত্রছাত্রী,শিক্ষক এবং অভিভাবক বৃন্দ সহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বলেন,মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান আরও ভালো করতে হবে।তাহলে তারা ভবিষ্যৎতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে বড় বড় ডিগ্রী অর্জন করতে পারবে।এছাড়া তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝ থেকে কেউ ভালো একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে।মাদ্রাসার প্রতিটি শিক্ষক যদি ছাত্র ছাত্রীদের মনোযোগ সহকারে পাঠদান করায়।তাহলে তারা একজন সফল ছাত্র হিসেবে গড়ে উঠবে এটা আমার বিশ্বাস।এই মাদ্রাসার পড়াশোনার মান আরও বাড়বে। শিক্ষকগণ যখন মনোযোগ সহকারে পড়াশোনা করাবে তখন ছাত্র ছাত্রীরাও মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে সম্ভব।
পরে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ কয়েকজনকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত