খাগড়াছড়ি গুইমারায় তৈয়ব আলি(৫০) নামে হতদরিদ্র এক ব্যক্তির বসতবাড়ী পুড়ে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাফছড়ি ইউপি’র পাইল্যাভাঙ্গা এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তৈয়ব আলি ও তার স্ত্রী প্রতিদিনের মত কাজে যায়। ছোট মেয়ে রান্না করতে চুলায় আগুন দিয়ে পাশের বাড়ি গেলে হঠাৎ ঘরের চালে আগুন জ্বলতে দেখে।বাড়ির পাশের মানুষ আগুন আগুন বলে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এ সময়ের মধ্যে ঘরের চাল, বাঁশ-খুটি ও ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছায় হয়ে যায় এবং এতে ২ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তৈয়ব আলি জানান।ক্ষতিগ্রস্থ বসতবাড়ী মেরামতের জন্য সরকারি সহায়তা দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত