খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহি বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাকের চালক নিহত হয়েছে। রোববার (২৬ ফেব্রæয়ারি) বিকাল পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশর্শী সুত্র জানায়, বিকাল পৌনে তিনটার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাথর বোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এসময় শান্তি পরিবহনের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে আটকে গেলে বেঁচে যায় বাসে থাকা ৪০জন যাত্রী। প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী আব্দুল করিম বলেন, কিছু বুঝে উঠার আগেই বাসটি গাছের সাথে আটকে যায়। অপর যাত্রী কামাল উদ্দিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আটকে গেলে আমরা বাসে থাকা যাত্রীরা বেঁচে যাই। একটি গাছ আমাদের বাঁচিয়ে দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মারা গেছে। তার মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। তবে এঘটনা বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত