খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক চাঁদের গাড়িসহ গোলকাঠ ও পিকাপসহ ভারতীয় গরু আটক করা হয়।
২১শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ মহামুনি বিওপির একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত দারোগাপড়া নামক স্থান হতে মালিকবিহীন ০১টি চাঁদের গাড়ীও ১০৮ ঘনফুট বিভিন্ন প্রকার গোলকাঠ আটক করা হয়েছে যার সর্বমোট বাজার মূল্য ১৭,৬২,০০০টাকা। আটককৃত চাঁদের গাড়ী ও বিভিন্ন প্রকার গোলকাঠ রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে। এছাড়াও দুপুর ০১ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ০৯টি বড় গরু, ০৫টি ছোট বাছুর এবং ০১টি পিকআপ গাড়ী আটক করা হয়, যার বাজারমূল্য ২৪,১০,০০টাকা। আটককৃত গাড়ী ও ভারতীয় গরু সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃহাফিজুর রহমান,পিএসসি জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক,চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।