খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২১ফেব্রুয়ারিতে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৩ পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-এর প্রতিপাদ্য হল ‘বহুভাষিক শিক্ষা- একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা’। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, বিএনপি ওসকল সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখা, মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল, আলোর ফেরিওয়ালা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্যে যে, মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বাংলাদেশ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
আজকের মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর এক মিনিট নিরবতা পালন করা হয়। পুস্প স্তবক অর্পণ শেষে মহালছড়ি উপজেলা টাউন হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাথমিক,মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনা চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত