জীবন তরী
সারমিন আক্তার সাথী
পরিবারের বড় সন্তান
থাকতে নেই দুঃখ কোন,
কষ্ট কে চাপা দিয়ে
হাসি মুখে থাকো।
মা-বাবা ভাই বোনের
মুখে ফোটাতে হাসি,
নিজেকে করো বিক্রি
মুচকি হাসির ও কাছে।
জীবন তরী যাচ্ছে বয়ে
উথাল পাতাল ঢেউ এ
কোন কিনারা পায় না খুঁজে,
কোন নদীর তীরে!
জীবন আমার অন্ধকারাচ্ছন্ন
আলোর নেই দেখা!
সাগরের ঐ ঢেউয়ের মতো
আমি বড্ড একা।
আল্লাহ তুমি সহায় হও
দেখা দিও সুখের,
সেদিন না হয় হাসবো!
আবার প্রান খুলে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত