পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক ক্ষুদ্র মৃগোষ্ঠীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫শতাংশ শিক্ষা কোটা চালুর দাবীতে গতকাল সোমবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাহাড়ী ছাত্র পরিষদ।
পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে শহরের নিউ মার্কেট চত্বরে ঘন্টাব্যাপী মানবনন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা।
এতে বক্তব্যে দেন, সাধারন সম্পাদক নিপণ ত্রিপুরা ও ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারন সম্পাদক শান্তিদেবী তংচংগ্যা। মানববন্ধনে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা ছাড়াও কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও চুক্তির যথাযথ বাস্তবায়িত হয়নি। চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। নেৃতবৃন্দ অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন, পাহাড়ে সকল আদিবাসী জাতিসত্বাদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু, দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫শতাংশ আদিবাসী চালুর দাবী জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত