কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইপিআই কর্মকর্তা নুরুল আলম হেলালী সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা.ফাহিম শাহরিয়ার শাওন, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আজমল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা বভরঞ্জন দাস, স্বাস্থ্য পরিদর্শক সুজিত কান্তি দে, হুপ ফাউন্ডেশনের নিউট্রেশন মোহাম্মদ রাসেল, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, দৈনিক দেশবাংলা প্রতিনিধি নুরুল করিম'সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি (সোমবার) দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় মহেশখালী উপজেলায়
৬ মাস থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৬৬৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। অন্যদিকে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৪৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। ডিএনসিসির আওতাভুক্ত ২১৮টি কেন্দ্রে ও পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান।
কোনো কারণে কোনো শিশুকে নির্ধারিত তারিখে ক্যাপসুল খাওয়ানো না গেলে তাদের জন্য পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত