খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজন ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ শে ফেব্রুয়ারি) দুপুর ১২.০০ ঘটিকায় রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অনুষ্ঠানে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এ,বি,এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মমতা আফরিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দীন(mo), ডাঃ ইসরাত মারজানা(modc),উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম,রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দীন প্রমুখ।
আগামীকাল সোমবার সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ৬ থেকে ১১ মাস শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ অভাবে জেরোফথ্যালমিয়া (রাত কানা ও বিটটস স্পট) হাম, দীর্ঘমেয়াদি ডায়রিয়া ও মারাত্মক অপুষ্টিতে ভুগতে পারেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত