মহালছড়ি উপজেলায় ২নং মুবাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড করল্যাছড়িতে মহাকারুনিক বৌদ্ধ বিহারের ৫০বছর সুবর্ণ জয়ন্তী ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ ১৯ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ১১.৩০ঘটিকায় সুচারু বিকাশ চাকমা সভাপতিত্ব ও উৎপল চাকমা ও নলিনী চাকমা উপস্থাপনায় মহাকারুনিক বৌদ্ধ সুবর্ণ জয়ন্তী ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপস্থিত ছিলেন।
তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকায় ভোট দিতে হবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের গড়া প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বাধীনতায় বিশ্বাসের প্রতীক নৌকা মার্কায় ভোট দিলে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামীতে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রুপান্তরে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য নীলোৎপল চাকমা, সদস্য আশুতোষ চাকমা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, অ্যাড. সুপাল চাকমা, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।
করল্যাছড়ি মহাকারুনিক বৌদ্ধ বিহার ৫০বছর পূর্তি ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা সম্পন্ন করেই উপস্থিত স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত