মাটিরাঙ্গায় জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নাামেন্টে প্রতিদ্বন্ধি মাটিরাঙ্গা ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে শেখ রাসেল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা জোন এ টুর্নামেন্টের আয়োজন করে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী হাই স্কুল মাঠে প্রতিদ্বন্ধিতাপূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষে একমাত্র গোলটি করেন মধ্য মাঠের খেলোয়াড় মামুন।
খেলা শেষে চ্যাম্পিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ ও রানার্সআপ মাটিরাঙা ফুটবল একাডেমীর খেলোয়াড়দের হাতে ট্রফি ও ম্যাডেল তুল দেন মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি।
যুব সমাজকে মাদক এবং নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই মন্তব্য করে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে। এ টুর্নামেন্টের মাধ্যমে পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন তিনি।
এসময় মাটিরাঙা জোনের আরএমও ক্যাপ্টেন সাইফুজ্জামান সাইফ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুনর রশীদ ও মাটিরাঙা উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গেল শনিবার মাটিরাঙ্গা মডেল সরকারী হাই স্কুল মাঠে মাটিরাঙ্গা সেনা জোনের আওতাধীন ৬টি দলের অংশগ্রহনে
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত