গুইমারাতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, উপজেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ’র উপজেলা শাখা কমিটি গঠন,নাম ঘোষণা, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) সকালে গুইমারার বাইল্যাছড়িতে অবস্থিত বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখা কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখার সভাপতি ত্রিদ্বীপ নারায়ণ ত্রিপুরার সভাপতিত্বে গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গুইমারা ইউপি সদস্য হরিপদ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, চট্টগ্রাম ত্রিপুরা কল্যাণ ফোরামের সভাপতি সুরেশ বরন ত্রিপুরা, বিটিজেকেএস'র সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপুল বিকাশ ত্রিপুরা অতিথির বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে উপর বিশেষ গুরুত্বরোপ দেওয়ার যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় বিটিজেকেএস মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জেমস ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের গুইমারা উপজেলা শাখার সভাপতি বতেন ত্রিপুরা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ পস্থিত ছিলেন।
পরে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে অনন্ত বিকাশ ত্রিপুরাকে সভাপতি, বকুল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও কৃষ্ণ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় গুইমারা উপজেলা শাখার অধীনে ৩টি ইউনিয়ন (হাফছড়ি, গুইমারা ও সিন্ধুকছড়ি) ইউনিয়ন কমিটিদের নামও ঘোষণা করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত