রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকের কাচালং নদীতে অবৈধ দখল বন্ধে লংগদু উপজেলা প্রশাসন দিনব্যাপী অভিযান চালিয়েছে।
মহামান্য হাইকোর্ট এর আদেশ বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা( অঃ দাঃ) আকিব ওসমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার্স ইনজার্চ ইকবাল উদ্দিন, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মির সিরাজুল ইসলাম জান্টু ,মাইনীমূখ ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন (কমল), মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( অঃ দাঃ) আকিব ওসমান বলেন ‘মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশন এর ফলে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে আজকে লংগদু উপজেলা বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকের অংশে প্রচারণা অভিযান পরিচালনা করা হয়। কেউ যাতে নতুন করে কোন ধরনের অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে তার জন্য নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত