খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫শে জানুয়ারি ২০২৩ বুধবার দুপুরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
উপজেলা ক্রীড়া সংস্থার সা, সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার ফারুক,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো.আবু ইউছুপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো.সাদ্দাম হোসেন,সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাংবাদিক শাহাদাত হোসেন কিরন এবং ক্রীড়া সংস্থার সদস্য মো.আলাউদ্দিন প্রমূখ।
জানা যায়, ১২টি ইভেন্টে প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত