বান্দরবানে লামার ফাইতংয়ে ৯টি ব্রিকফিল্ডে কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে অভিযান পরিচালনা করে লামা বন বিভাগ। লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল এর নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম রেজাউল ইসলামের নেতৃত্বে শনিবার ও রবিবার এই অভিযান চালানো হয়।
ডলুছড়ি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের ২ কিলোমিটার এলাকায় প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই গড়ে উঠেছে ২৯টি অবৈধ ইটভাটা। এইসব ইটভাটায় কয়লার পরিবর্তে বনের লাকড়ি পুড়ানোর বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচুর লেখালেখি হলে নড়েচড়ে বসে প্রশাসন। পরে গত শনিবার ও রবিবার দুইদিন ধরে অভিযান চালায় লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ।
ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম রেজাউল ইসলাম বলেন, গত দুইদিনের অভিযানে লামার ফাইতং ইউনিয়নের ৯টি ব্রিকফিল্ড থেকে ৮ হাজার ৭০ ঘনফুট জ্বালানি লাকড়ি জব্দ করা হয়েছে। লাকড়ি জব্দ করা ব্রিকফিল্ড গুলো হল থ্রিবিএম, এফএসি, কেবিসি, এমএমবি, ওয়াইএসবি, এমবিএম, বিবিসি, এবিসি-২ ও এবিসি-৩। এই বিষয়ে ৯টি ব্রিকফিল্ডের নামে পৃথক পৃথক ইউডিআর মামলা করা হয়েছে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল বলেন, এই অভিযান নিয়মিত চলমান থাকবে। চলতি মৌসুমের শুরুতে গত ২৩ অক্টোবর ২০২২ইং হতে ধারাবাহিকভাবে লামা উপজেলার প্রত্যেকটি ব্রিকফিল্ডে ইট প্রস্তুত কালিন সময়ে ইট পোড়ানোর কাজে কোন প্রকার জ্বালানি লাকড়ি না পোড়ানোর জন্য নোটিশ দেয়া হয়েছিল। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত