• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙ্গায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৩২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা ইউনিয়নের গণচন্দ্র কার্বারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

২৩শে জানুয়ারী ২০২৩ সকাল ১০ঘটিকায় রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাননীর প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মাধ্যমে তৃণমূলে জনসাধারণের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। মানুষ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা,গণচন্দ্র কার্বারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাইপ্রু মার্মা এবং সহকারী শিক্ষকবৃন্দ।

উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কোভিড-১৯ টিকার প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় ডোজের সাথে দ্বিতীয় বুস্টার ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ গ্রহণের মাধ্যমে সরকারের চলমান কার্যক্রমে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

অনুষ্ঠানের শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উক্ত উন্মুক্ত বৈঠকে গণচন্দ্র পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন। সকলের মাঝে নবারুণ এবং সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ